January 21, 2025
আন্তর্জাতিককরোনা

করোনায় ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বেশি মার্কিন নাগরিকের মৃত্যু

দুই দশক ধরে চলেছিলো ভিয়েতনাম যুদ্ধ। যাতে প্রাণ হারিয়েছিলেন ৫৮ হাজার ২০০ মার্কিন নাগরিক। দুই দশকের সেই সংখ্যাকে দুই মাসেই ছাড়িয়েছে করোনা ভাইরাসের কারণে মার্কিনিদের মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে ৫৮ হাজার ৩০০ মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দি ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভের সূত্র উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর‌্যন্ত আনুমানিক ৫৮ হাজার ২০০ মার্কিন নাগরিক মারা যান। যাদের মধ্যে ৪৭ হাজার ৪৩৪ জন সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিলেন। এর মধ্যে ১৯৬৮ সালেই মারা যান ১৭ হাজার মার্কিন সেনা। যার মধ্যে ওই সালের ৩১ জানুয়ারিতে ২৪৬ জন মারা যান।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বুধবার পর‌্যন্ত ১০ লাখের বেশি মার্কিন নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৬০ হাজারেরও অধিক মানুষ। এই মুহূর্তে সারা বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *