May 9, 2025
করোনালেটেস্ট

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৯০ হাজার ছাড়ালো

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৫০ হাজারের বেশি।

শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য সরণীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, করোনায় বিশ্বে মৃত্যু সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৩০৩ জন। আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৮ হাজার ৫৯০ জন আরও সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৮৫৭ জন। এরমধ্যে শুরু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭৩ হাজার ১৩৭ জন আর মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটি এখন পর্যন্ত ২৫ হাজার ৫৪৯ জন মারা গেছেন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৪ জন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *