November 27, 2024
আন্তর্জাতিককরোনালেটেস্ট

করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়ালো

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে মৃত্যু বাড়লো আরও ৫০ হাজার।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। ১৭ এপ্রিল পর্যন্ত ২২ লাখ ছাড়িয়েছে করোনা ভাইরাস শনাক্ত মানুষের সংখ্যা।

তথ্য বলছে, চীন ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য ঘোষণা দেয়। প্রথম মৃত্যুর পর ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছে ৮৩ দিন। এর পরের ৫০ হাজার মানুষের মৃত্যু হয় মাত্র আটদিনে। আর এর সাতদিনের মাথায় মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেলো। সেই হিসাবে মাত্র ১৫ দিনে পৃথিবী থেকে ১ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনা ভাইরাস নিয়ে প্রতি মুহূর্তের আপডেট জানানো ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাতে সাড়ে ৩ টা পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৮১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৩৫ হাজার ৩৭০ হন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৯ হাজার ৯২৬ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ মানুষ, মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুরু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ।

এছাড়া ইতালিতে ২২ হাজার ৭৪৫, স্পেনে ১৯ হাজার ৬১৩, ফ্রান্সে ১৮ হাজার ৮৬১, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৭৬, বেলজিয়ামে ৫ হাজার ১৬৩, ইরানে ৪ হাজার ৯৫৮, চীনে ৪ হাজার ৬৩২ (সংশোধীন), জার্মানিতে ৪ হাজার ১৯৩ ও নেদার‍ল্যান্ডসে ৩ হাজার ৪৫৯ জন মারা গেছেন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *