করোনায় বাড়ি ভাড়া মওকুফের দাবি খুবি শিক্ষার্থীদের
রেজওয়ান আহম্মেদ, খুবি প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড ১৯) এর প্রকোপে থমকে গেছে পুরো বিশ্ব। দেশেও করোনার প্রাদুর্ভাব এড়াতে ঘরের বাহিরে যাওয়ার উপর কড়াকড়ি আরোপ হয়েছে। বন্ধ রয়েছে সকল সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। যার মেয়াদ আরও বৃদ্ধি পেয়েছে।
দেশের এই সংকটময় মুহূর্তে বিপাকে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অনাবাসিক শিক্ষার্থীরা। আবাসিক হলের সুবিধা কম থাকায় মেসে থেকে পড়ালেখা চালাতে হয় বৃহৎ সংখ্যক শিক্ষার্থীদের। টিউশনের টাকা দিয়ে যাদের সমস্ত খরচ চলে, টিউশন বন্ধ হওয়ায় খুবই করুণভাবে দিন কাটছে তাদের। তাছাড়া অনেক দিনমজুর বা খেটে খাওয়া অভিভাবকরাও ঘরবন্দি জীবনযাপন করছেন। এই অন্তিম পরিস্থিতিতেও মওকুফ করা হচ্ছে না বাড়ি ভাড়া। স¤প্রতি শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে ব্যাপক লেখালেখি করছেন। শিক্ষার্থীদের দাবি চলতি মাসসহ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িভাড়া মওকুফ করার।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী ওলিউল্লাহ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, টিউশন করেই পড়াশোনার খরচ চলে আমাদের, কিন্তু এই পরিস্থিতিতে সেটিও বন্ধ রয়েছে তাই ক্যাম্পাসে গিয়েই দুই /তিন মাসের বাড়িভাড়া দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের এ দাবি যৌক্তিক।
এছাড়া ইংরেজি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, মানবিক দিক বিবেচনায় এনে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া মওকুফ করা উচিত। এটা আমাদের শুধু কষ্টসাধ্য নয়, অসম্ভবই বটে।
আরেক শিক্ষার্থী নাদীম মোর্শেদ বলেন, আমাদের এ যৌক্তিক দাবির পক্ষে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি।
এ ব্যাপারে ইসলামনগর বাড়ি মালিক সমিতির সভাপতি কাওসার শিকদার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এ ব্যাপারে এখনো কোনো সম্মিলিত সিদ্ধান্ত নেইনি। তবে ব্যক্তিগতভাবে যার যার মালিকের সাথে কথা বললে তারা বিষয়টি বিবেচনা করবে বলে আমি আশাবাদী।