করোনায় প্রাণ গেল আরও ৬৯ জনের, শনাক্ত ৬০২৮
দেশে করোনা শনাক্তের ৪০২তম দিনে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) রাজধানীসহ সারাদেশে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ২৬ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল নয় হাজার ৮৯১।
একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ২৮ জনের। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫।
মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।