November 29, 2024
আন্তর্জাতিক

করোনায় ট্রাম্পের ঘনিষ্ট বন্ধুর মৃত্যু

করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু স্ট্যানলি চেরা।

রোববার (১২ এপ্রিল) চেরার একজন ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

স্ট্যানলি চেরা (৭০) যুক্তরাষ্ট্রের একজন প্রতিষ্ঠিত প্রথম সারির রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং রিপাবলিক দলের অন্যতম দাতা।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চেরা ট্রাম্পের প্রেসিডেন্ট ইনক ও ট্রাম্প ভিক্টরিকে ৪ লাখ ২ হাজার ৮শ মার্কিন ডলার দিয়েছেন বলে জানিয়েছে আমেরিকার ফেডারেল নির্বাচন কমিশন।

গত নভেম্বরে নিউ ইয়র্ক সিটির ডে প্যারেডে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে পরিচয় দেন। ট্রাম্পও  ২০১৯ সালে মিশিগানের একটি র্যা লির সূচনায় চেরাকে ‘বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাতা ও রিয়েল এস্টেট ব্যক্তিত্ব’ হিসেবে অবিহিত করেন।

গত ২৪ মার্চ চেরাকে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাম্প তার এক বন্ধু করোনা আক্রান্ত হয়ে কোমায় আছেন বলেও জানান সেসময়। একণ জানা গেলো চেরাই সেই বন্ধু।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *