November 24, 2024
আঞ্চলিকলেটেস্ট

করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের প্রণোদনার দাবিতে স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি
করোনা দুর্যোগকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের জন্য প্রণোদনা ও অনুদান বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বাপুস খুলনা জেলা শাখার পক্ষ থেকে বুধবার খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার’র মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে পুস্তক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট খুলনাসহ দেশের ২৬ হাজার পরিবারের জন্য প্রণোদনা ও অনুদানের তিন দফা প্রস্তাবনা দেয়া হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে বাপুস নেতারা বলেন, সারাদেশের মত করোনা মহামারিতে খুলনা জেলা শাখার আনুমানিক ৩০০ ব্যবসায়ী এবং মালিক, কর্মচারী, শ্রমিক, কুলি, ভ্যান শ্রমিক ও মার্কেট কর্মচারী মিলে প্রায় ২০০০ পরিবার ক্ষতিগ্রস্ত। আজ তারা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। কিন্তু আজ দেড় বছর ধরে পুস্তক বিক্রেতাদের কোন খোঁজ খবর কেউ নেয়নি। অথচ সরকারের অনেক প্রণোদনা বন্টন হলেও পুস্তক বিক্রেতাদের কোন বরাদ্দ নেই।
এ অবস্থায় স্মারকলিপিতে পুস্তক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট খুলনাসহ দেশের ২৬ হাজার পরিবারের জন্য প্রণোদনা ও অনুদানের জন্য প্রধানমন্ত্রী বরাবর তিন দফা প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনাগুলো হচ্ছে পুস্তুক ব্যবসা খাতে ১ হাজার কোটি টাকার সহজশর্ত ও স্বল্পসুদে ঋণ, পুস্তুক ব্যবসায়ী ও তাদের পরিবারের জন্য এককালীন অনুদান হিসেবে ১শ’ কোটি টাকা বরাদ্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক ও সৃজনশীল বই ক্রয়ের জন্য ৫শ’ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বাপুস খুলনা জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল তালুকদার, রবিউল আলম, কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসাইন, মোঃ ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *