November 26, 2024
করোনাজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১৬ জনে।

একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে।

বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে, একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন আরও ২৯৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।

বিভাগওয়ারি হিসাবে মৃত ছয়জনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছেন। ২৪ ঘণ্টায় অন্য বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ এ ভাইরাসে দেশে প্রথম একজন রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *