করোনায় আক্রান্ত হয়ে জার্মানিতে আরও ২৮৫ জনের মৃত্যু
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৮৬ জন। এ সময়ের মধ্যে এ রোগে মৃত্যু হয়েছে ২৮৫ জনের।
দেশটির রবার্ট কখ ইনস্টিটিউটের (আরকেআই) বরাত দিয়ে বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
জার্মানিতে চারদিন ধরে আক্রান্তের সংখ্যা কমার পর তা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৪৮৬ জনসহ কোভিড-১৯ রোগীর সংখ্যা মোট ১ লাখ ২৭ হাজার ৫৮৪। এ রোগে মারা গেছেন মোট ৩ হাজার ২৫৪ জন।