January 20, 2025
বিনোদন জগৎ

করোনায় আক্রান্ত সোহম চক্রবর্তী

করোনায় আক্রান্ত হলেন ভারতীয় বাংলা সিনেমার নায়ক সোহম চক্রবর্তী। জানা গেছে, তাঁর শরীরে করোনার সব উপসর্গই রয়েছে।

যে কারনে মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) রাতেই সোহমকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

গত কয়েকদিনে সংক্রমণের সব ধরনের উপসর্গই বাসা বাঁধে অভিনেতার শরীরে। তার পরই করোনা পরীক্ষা করেন সোহম।

হাসপাতাল থেকে জানানো হয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

অভিনেতার পাশাপাশি তিনি যুব তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা। করোনা আবহেও গত কয়েক সপ্তাহ ধরে যুব তৃণমূলের হয়ে পশ্চিমবঙ্গের নানা জেলায় গিয়ে সংগঠনের কাজ করেছেন সোহম। সেখান থেকেই সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

 

©দক্ষিণাঞ্চল প্রতিদিন/এএপি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *