করোনায় আক্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী
সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে দেশটির সংসদে এক বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপরই ৫৪ বছর বয়সী অ্যান্ডারসনসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা শনাক্ত হয়। তাছাড়া এ মাসেই সুইডেনের রাজা, রানী ও ক্রাউন প্রিন্সেস করোনায় আক্রান্ত হয়েছেন।
বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২৯৯ জন। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৪৭ হাজার ৯৪৩ জন।
এ নিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৪১২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৩৮ হাজার ৫০২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন। শুক্রবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ। বর্তমানে বিশ্বজুড়ে চলছে ওমিক্রনের আধিপত্য। দেশে দেশে জরি হয়েছে নতুন বিধিনিষেধ।