January 20, 2025
বিনোদন জগৎ

করোনায় আক্রান্ত রাজ, গর্ভবতী শুভশ্রীকে নিয়ে দুশ্চিন্তা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার পরিচালক রাজ চক্রবর্তী। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে নিজেই এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ‘পরিণীতা’, ‘চ্যালেঞ্জ’, ‘দুই পৃথিবী’, ‘লে ছক্কা’, ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’খ্যাত এ নির্মাতা।

তার করোনায় আক্রান্ত হওয়ার খবরে টলিউডে দুশ্চিন্তা ছড়িয়েছে গর্ভবতী শুভশ্রীকে নিয়ে। রাজের স্ত্রী নায়িকা শুভশ্রী মা হতে চলেছেন। এ সময়ে তার করোনায় আক্রান্ত হওয়া খুব ঝুঁকির। তাই তাকে নিয়ে ইন্ডাস্ট্রির মানুষেরা, ভক্তরা উদ্বেগে রয়েছেন।

এদিকে শুভশ্রী আপাতত সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন রাজ। শিগগিরই তার করোনা টেস্ট করা হবে।

আজ টুইটারে রাজ বলেন, ‘আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে আমার বাবার নেগেটিভ। যদিও অন্যান্য অসুখের কারণে এখনো তিনি হাসপাতালেই রয়েছেন। আমি বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে আছি।

পরিবারের অন্য সদস্যদেরও শিগগিরই টেস্ট করা হবে। খুব কঠিন সময় যাচ্ছে। আমাদের সবাইকে প্রার্থনায় রাখবেন।’

করোনার পুরোটা সময় ঘরেই বন্দী হয়ে ছিলেন রাজ। খেয়াল রেখেছেন মা হতে যাওয়া স্ত্রী, বাবা এবং মায়ের। সম্প্রতি অফিসে যাওয়া শুরু করেছিলেন তিনি। একাই অফিস করতেন। অন্য কেউ আসতো না। এত সতর্কতার পরও কীভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন সে নিয়েও দুশ্চিন্তা করছেন অনেকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *