January 21, 2025
খেলাধুলা

করোনায় আক্রান্ত বার্সার ভাইস প্রেসিডেন্ট

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লা লিগা চ্যাম্পিয়নস বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্দি কার্দোনার। শনিবার (০৪ এপ্রিল) মধ্যাহ্নে খবরটি নিশ্চিত করেছে মুন্দো দেপার্তিভো।

স্পেনের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যমটি আরও জানায়, করোনা পজিটিভ হওয়ার পর ‘কোনো ধরনের জটিলতা ছাড়াই’ ধীরে ধীরে ‘আরোগ্য লাভের’ দিকে এগিয়ে যাচ্ছেন কার্দোনার।

বার্সার তৃতীয় ব্যক্তি হিসেবে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন কার্দোনার। ৫৭ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টের আগে গত সপ্তাহে এই রোগে আক্রান্ত হন ক্লাবের মেডিকেল সাভির্সের প্রধান র্যামন ক্যানাল এবং হ্যান্ডবল দলের চিকিৎসক হোসেপ অ্যান্তনি গুতিরেজ। দুজনেরই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় ২৬ মার্চ।

এছাড়াও বার্সেলোনার দক্ষিণ আমেরিকান স্কাউট আন্দ্রে কুরিও আক্রান্ত হয়েছেন করোনায়। তবে ক্লাবটির কোনো খেলোয়াড়ের এখনও এই রোগের লক্ষণ দেখা দেয়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *