করোনায় অবরুদ্ধ ইতালিতে কমেছে পানিদূষণ
করোনা ভাইরাস মহামারির কেন্দ্র এখন ইউরোপ। ইতালিতে মৃতের সংখ্যা প্রায় তিন হাজার। সংক্রমণ ঠেকাতে অবরুদ্ধ রয়েছে ইতালি। এ পরিস্থিতিতে জনশূন্য পর্যটন শহর ভেনিসের সব ক্যানেলের জল এখন স্ফটিকের মতো স্বচ্ছ। স্পষ্টভাবে দেখা যাচ্ছে মাছ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
সব সময় জনসমাগমে মুখর ভেনিস এখন পর্যটকহীন। বাসিন্দারা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। শহরের ক্যানেলগুলোতে বন্ধ নৌকা চলাচল। ফলে কমেছে পানিদূষণ। মাছেদের সাঁতার কাটতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। বন্দরে চোখে পড়েছে হাঁস ও ডলফিন।
গবেষক পিয়েরপাওলো ক্যামপোস্ত্রিনি জানান, স্বচ্ছ পানি দূষণ কমার চিহ্ন নয়; নৌকা চলাচল বন্ধ থাকায় পানির ওপরের পৃষ্ঠে পলিমাটি জমছে না। সেই সঙ্গে কমেছে বায়ুদূষণ। তবে রাসায়নিক বিশ্লেষণ ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছু।
কয়েক মাস আগেই ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল ভেনিস। শহরটি ৮৫ শতাংশই ডুবে গিয়েছিল পানির নিচে। এ অবস্থায় পরিষ্কার পানি এ শহরের জন্য সাময়িক উপশম।
এদিকে বুধবার (১৮ মার্চ) ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ২ হাজার ৯৭৮ জন।