করোনার সতর্কবার্তা গুগল ডুডলে
নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলছে। একইসঙ্গে দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা নিয়ে যেকোনো তথ্য জানার জন্য মানুষ এখন অনলাইন পত্রিকা ও টেলিভিশনমুখী হচ্ছেন।
করোনা সংক্রমণ রোধ নিয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। তাই মানুষকে ঘরে থেকে জীবন রক্ষার্থে টিপস (সতর্কবার্তা) দিয়েছে গুগল।
গুগলের হোম পেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাবেন কোভিড ১৯ বিষয়ক সচেতনতামূলক চমৎকার একটি বার্তা। ওই ডুডলের ট্যাগ লাইনে শোভা হচ্ছে ‘স্টে হোম, সেভ লাইভস’। করোনা ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশগুলো মানতে বলছে গুগল।
সতর্কবার্তাগুলো:
১ বাড়িতে থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
২ নিয়মিত হাত ধোবেন ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন।
৩ অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।
শুক্রবার (৩ এপ্রিল) করোনার ওপর বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল।
বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৯৬৮ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ভাইরাসটি বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬৮ জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮ হাজার ৬৩১ জন। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ৭ লাখ ৩৭ হাজার ৩১১ জন। তাদের মধ্যে ৭ লাখ ৩১১ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৩৭ হাজার জনের অবস্থা গুরুতর।
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২০৪টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম। করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী ‘মহামারি’ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।