January 21, 2025
বিনোদন জগৎ

করোনার ভ্যাকসিন তৈরিতে রক্ত দিলেন টম হ্যাঙ্কস

অস্কারজয়ী হলিউড মেগাস্টার টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন গত মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পরই তারা সুস্থ হয়ে উঠেন। ফিরেছেন স্বাভাবিক জীবনে।

কোভিড-১৯-এ এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ মারা গেলেও এর প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্বে বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

সম্প্রতি নতুন এই ভাইরাসের গবেষণা কাজে ব্যবহার ও ভ্যাকসিন তৈরির জন্য সস্ত্রীক রক্ত দিয়েছেন টম হ্যাঙ্কস।

সম্প্রতি বর্ষীয়ান এই অভিনেতা সংবাদমাধ্যমকে বলেন, আমাদের রক্তে অ্যান্টিবডি রয়েছে বলে জানতে পেরেছি। এমনটা নয় যে আমাদের কাছে রক্ত দেওয়ার আবেদন এসেছে শুধু। আমরা নিজেরাই বলেছি যে আমরা কি রক্ত দিতে পারি? আমাদের প্লাজমা দান করতে পারি?

টম হ্যাঙ্কস আরো জানান, যদি তার রক্ত থেকে সফলভাবে ভ্যাকসিন তৈরি হয়, তবে তিনি সেটির নাম রাখবেন ‘হ্যাঙ্ক-সিন’।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সিনেমার শুট করতে গিয়ে একাধিক অস্কারজয়ী এই তারকা ও তার স্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ে। তারা সেখানেই হাসপাতালে ভর্তি ছিলেন।

কিংবদন্তি পপতারকা এলভিস প্রিসলির বায়োপিক নির্মাণের কাজে অস্ট্রেলিয়ায় ছিলেন টম হ্যাঙ্কস। সিনেমাটি পরিচালনা করছেন বাজ লুহরম্যান। প্রিসলির ম্যানেজার টম পার্কার চরিত্রে অভিনয় করছেন হ্যাঙ্কস। ২০২১ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *