January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

কেটিজেএ’র মতবিনিময় সভায় বক্তারা

খবর বিজ্ঞপ্তি
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। এ জন্য মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা, সামাজিক দূরত্ব রক্ষা করাসহ সরকারি স্বাস্থ্য নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। একই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আমিষ গ্রহণ, নিয়মিত শরীর চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার সকালে খুলনার পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (কেটিজেএ) মতবিনিময় সভায় বক্তারা এসব কথা তুলে ধরেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা: মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক একুশে টেভিশনের খুলনা প্রতিনিধি মহেন্দ্র নাথ সেন।
বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিএমএ’র সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, মোতাহার রহমান বাবু, পূর্বাঞ্চল সম্পাদক মোহম্মদ আলী সনি, প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দিদারুল আলম, কেসিসি’র সাবেক জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, ওয়ার্কার্স পার্টির নগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, ন্যাপনেতা তপন কুমার রায়, বাসদের সমন্বয়কারী জনার্দন নান্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের হুমায়ূন কবির ববি, নাগরিক নেতা শফিকুল ইসলাম চন্দন, মামুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, কবি আব্দুল হাকিম,এস এম সোহরাব হোসেন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ইসরাত আরা হীরা, এম ওয়াহিদুজ্জামান, শেখ আইনুল হক, সঞ্জয় কুমার মল্লিক, শেখ মোঃ টুটুল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, সাংবাদিক এনামুল হক, কালের কন্ঠের কৌশিক দে, দৈনিক জন্মভূমির সোহরাব হোসেন, বাংলা ট্রিবিউনের মোঃ হেদায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *