November 26, 2024
করোনাখেলাধুলা

করোনার দ্বিতীয় টেস্টে ‘নেগেটিভ’ হয়ে ফিরছেন আর্চার

বড় ধরনের ভুল করে ফেলেছিলেন। দলের আচরণবিধি ভেঙে চলে গিয়েছিলেন বাড়িতে। জোফরা আর্চার এমন ভুলের পর দীর্ঘমেয়াদে দল থেকে বাদ পড়তে পারেন, এমন আশঙ্কা ছিল।

তবে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্রকে তো ইংল্যান্ডেরও বড় প্রয়োজন। সেই দিক মাথায় রেখেই বোধ হয় জরিমানাতেই এবারের শাস্তি শেষ করা হয়েছে। এক টেস্ট বিরতি দিয়ে ফিরছেন আর্চার।

তবে যেহেতু ‘বায়ো-সিকিউর’ পরিবেশের বাইরে গিয়েছিলেন, তাই তাকে বাধ্যতামূলক ৫ দিনের আইসোলেশনে রাখা হয়। করোনা টেস্ট করা হয়েছে দুইবার। প্রথমবারের মতো দ্বিতীয়বারেরও ‘নেগেটিভ’ এসেছে ফল। তাই দলের সঙ্গে যোগ দিতে আর বাধা নেই এই পেসারের।

শুক্রবার ওল্ড ট্রাফোডে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু। তার আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন আর্চার।

প্রসঙ্গত, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হারলেও দ্বিতীয়টিতেই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। বৃষ্টির কারণে ড্রয়ের সুযোগ তৈরি হওয়ার পরও ক্যারিবীয়রা ইংলিশদের হাত থেকে বাঁচতে পারেনি। তাদের ১১৩ রানের বড় হারে সিরিজে এখন ১-১ সমতা। শেষ টেস্টটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী টেস্টে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *