January 19, 2025
আন্তর্জাতিক

করোনার টিকা নিলেন জো বাইডেন

করোনাভাইরাসের টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২১ ডিসেম্বর) ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। জো বাইডেনের এই টিকা নেয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়। করোনার টিকা যে নিরাপদ, মানুষকে তা বোঝানোর জন্যই তিনি টিকা নিয়েছেন বলে জানিয়েছেন বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনার টিকা গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম লেখালেন জো বাইডেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, স্পিকার ন্যান্সি পেলোসি করোনার টিকা গ্রহণ করেন। এ ছাড়াও দেশটিতে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন বলে জানানো হয়েছে

টিকা নেয়ার পর বাইডেন বলেন, ‘আমি টিকা নিয়েছি এ কারণে যে, অন্যরা যেন ভ্যাকসিন নেয়ার জন্য প্রস্তুত থাকেন, যখন ভ্যাকসিন পাওয়া যাবে তখন সবাই যেন তা গ্রহণ করেন। টিকা নিয়ে ভয়ের কোনো কারণ নেই।’

দেশে করোনার টিকা কর্মসূচি চালুর জন্য ট্রাম্প প্রশাসন ‘‘ধন্যবাদ পাওয়ার দাবিদার’’ বলেও জানান তিনি।

বাইডেন বলেন, ‘এদিন আমার আগেই স্ত্রী জিল বাইডেন টিকার প্রথম ডো গ্রহণ করেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে টিকা নেবেন।’

যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা করোনার টিকা নিলেও এখন পর্যন্ত টিকা নেননি প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অসুস্থতা নিয়ে তিনদিন হাসপাতালেও ছিলেন তিনি। তবে কবে করোনার টিকা নেবেন তাও বলেননি ট্রাম্প।

গত ১৩ ডিসেম্বর টুইটারে ট্রাম্প বলেন, ‘আমি এখনো ঠিক করিনি কবে টিকা নিব। তবে ভাবছি, সুবিধামতো সময়ে নিয়ে নিব।’

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৮০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ১৯ হাজার মানুষের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *