করোনার উপসর্গ নিয়ে খুমেকের আইসোলেশনে আরও ৬ জন
দ. প্রতিবেদক
শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় নতুন করে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জন মহিলা, ২ জন শিশু ও ১ জন পুরুষ। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে নতুন ছয় জন ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ১৭ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১২ জনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হবে। বাকি ৫ জনের নমুনা পরীক্ষা আজ হবে।
এদিকে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ও তাদের সংস্পর্শে আসা নতুন ১০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টাইনেরর মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন আরও ২১ জন। এ পর্যন্ত খুলনা জেলায় হোম কোয়ারেন্টিনে ছিলেন ১৯৭০ জন। আর ছাড়পত্র পেয়েছেন ১৮১৫ জন।