করোনায় মৃতদের জানাজা-দাফনে খুলনায় ১৫ সদস্যের কমিটি
দ. প্রতিবেদক
খুলনায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির গোসল, জানাজা ও দাফন বাস্তবায়নের জন্য ১৫ সদস্যের কমিটি গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কওমী ওলামায়ে কেরাম।
আজ শনিবার সকাল ৯টায় নগরীর ছোট বয়রাস্থ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসায় কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান পরিচালক করা হয়েছে খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আমানুল্লাহকে। সহকারী পরিচালক তিনজন হলেন- মুফতি মাহবুবুর রহমান, শেখ মো. নাসির উদ্দিন ও শেখ হাসান ওবায়দুল করীম। গ্রুপ প্রধান মনোনীত হয়েছেন মাওলানা কারামত আলী।
এছাড়া সদস্য মনোনীত হয়েছেন- মাও: হাফিজুর রহমান, মুফতি আমিরুল ইসলাম, মুফতি আওসাফুর রহমান, মাও: মশিউর রহমান, মাও: আব্বাস আমীন, সোয়েবুর রহমান, মুহা. মিজানুর রহমান, হাফেজ হাসান, গাজী ফেরদাউস সুমন ও মুহা: সোহেল।
এ বিষয়ে গঠিত কমিটির সহকারী পরিচালক শেখ মো. নাসির উদ্দিন দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, ‘খুলনা মহানগর ইসলামী আন্দোলন ও কওমী ওলামায়ে কেরামের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। করোনাভাইরাসে খুলনায় কেউ মৃত্যুবরণ করলে তার গোসল, কাফন, জানাজা ও দাফনের সার্বিক ব্যবস্থা করবে।’