করোনায় নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা ছাত্রলীগের বিনামূল্যে শাক-সবজি বিতরণ
দ. প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করেছেন খুলনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর বাংলাদেশ ব্যাংকের মোড়ে জেলা ছাত্রলীগ নেতা দ্বীপ পান্ডে বিশ্ব ও জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশারের যৌথ উদ্যোগে এসকল শাক-সবজি বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হৃদ আহলান হাবীব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাক-সবজি বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এসময় উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা জামিল খান, পাপিয়া সরোয়ার শিউলি, মাহফুজুর রহমান সোহাগ, এফ এম মফিজুর রহমান, বিধান চন্দ্র রায়, রাকিবুজ্জামান ইমন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, মহিদুর রহমান, আমির মোমেন, যুগ্ম সম্পাদক- তানভীর রহমান, জাহিদ হাসান, অনুপম মল্লিক, কাজী নাজিব, শাহীন আলম, কবিরুল ইসলাম, বাধন, মিরাজুল, সাদমান খান সুপ্ত প্রমুখ।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশার বলেন, করোনার এই দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশনা মেনেই ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ এর তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের মাঝে শাক-সবজি বিতরণ করা হয়েছে। এছাড়া করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।