করোনামুক্ত মেয়র আরিফ
প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নমুনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে।
মেয়র আরিফের ব্যক্তিগত সহকারি মহিবুল হক ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর নমুনা পরীক্ষায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের করোনা শনাক্ত হয়।
তবে প্রধান প্রকৌশলী শারীরিক জটিলতার কারণে এখনও চিকিৎসাধীন রয়েছেন, বলে জানা গেছে।
এরপর থেকে ১২ দিন হোম আইসোলেশনে থেকে চিকিৎসার পর মঙ্গলবার সকালে মেয়র আরিফ নমুনা পরীক্ষার জন্য জমা দেন।
রাতে ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষার পর ফলাফল নেগেটিভ আসে।
এদিকে, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
ওই ভিডিও বার্তায় তার সুস্থতার জন্য সিলেটের তথা দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিক্রিয়ায় মেয়র বলেন, সিলেটের তথা সর্বস্তরের মানুষের দোয়ায় আমি সুস্থ হয়ে উঠেছি। তবে আরও কিছুদিন কাজ কর্মে যোগ দিতে পারবো না। চিকিৎসকদের পরামর্শে আরও কিছুদিন হোম আইসোলেশনে থাকতে হবে। দুঃসময়ে যারা বিভিন্নভাবে খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন, তা কখনও ভোলার নয়।