করোনাভাইরাস: স্পেনে এক রাতের মধ্যেই ৮৩৮ মৃত্যু
মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে স্পেনে এক রাতের মধ্যেই ৮৩৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রেকর্ড এ মৃত্যুসহ শনিবার পর্যন্ত ইউরোপের এ দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৬ হাজার ৫২৮ এ পৌঁছেছে। করোনাভাইরাসে মৃতের সংখ্যায় স্পেনের চেয়ে এগিয়ে কেবল ইতালি। দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১০ হাজারের ঘর অতিক্রম করেছে।
শনিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ৭৮ হাজারও ৭৯৭ এ দাঁড়িয়েছে; একদিন আগেও এ সংখ্যা ছিল ৭২ হাজার ২৪৮।
ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে ছয় লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা অতিক্রম করেছে ৩১ হাজার।