করোনাভাইরাস সংকটের মধ্যে দ. কোরিয়ার ভোটে ক্ষমতাসীনদের জয়
নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যেও পার্লামেন্ট নির্বাচন সম্পন্ন করল দক্ষিণ কোরিয়া। এতে বিপুল ভোটে জয় পেয়েছে প্রেসিডেন্ট মুন জে-ইন এর ক্ষমতাসীন দল।
মুন জে-ইন সরকার যে সফল্যের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করেছে ভোটাররা তাকেই সমর্থন জানিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশ নির্বাচন স্থগিত করলেও সে পথে হাঁটেনি দক্ষিণ কোরিয়া।
কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবেলায় পর্যাপ্ত সতর্কতা বজায় রেখে মাস্ক, গ্লাভস পরে এবং সামাজিক দূরত্ব বিধি মেনেই বুধবার নির্বাচনে ভোট দিয়েছেন ভোটাররা। ২৮ বছরের মধ্যে এবারের নির্বাচনেই সবচেয়ে বেশি ভোট পড়েছে।
বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত প্রায় সব ভোট গণনার ফলে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট মুনের ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টের ৩শ’ আসনের মধ্যে ১৬৩ টি আসন এবং এর ছোট শাখা দল প্ল্যাটফর্ম পার্টি ১৭ টি আসন পেয়ে মোট ১৮০ আসন পাচ্ছে।
১৯৮৭ সালের পর পার্লামেন্ট নির্বাচনে কোনো পার্টির এটিই সবচেয়ে বড় জয়। অন্যদিকে, বিরোধীদল ইউনাইটেড ফিউচার পার্টি ও সমমনা দলগুলো পাচ্ছে ১০৩ আসন।
প্রায় ২৬ শতাংশ ভোটার শুক্র ও শনিবার কোয়ারেন্টিন সেন্টারগুলোতে স্থাপন করা ভোটকেন্দ্রে আগাম ভোটও দিয়েছেন।
সিউলের ইয়ংসান এলাকার মেয়র বিবিসি কে বলেছেন, “প্রত্যেকেই পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সেইমতই দায়িত্বশীল আচরণ করেছে। তারা নির্বাচনী কর্মকর্তাদের কাছে কোনো অভিযোগ করেনি বরং তাদেরকে উৎসাহই দিয়েছে।”
চীনের পর দক্ষিণ কোরিয়াতেই করোনাভাইরাস সংক্রমণ বেশি ছড়িয়ে পড়েছিল। কিন্তু দেশটি দ্রুত প্রয়োজনীয় নানা পদক্ষেপ নিয়ে পরিস্থিতি ভালভাবে সামাল দিয়েছে। কমে এসেছে সংক্রমণ।
দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবারও নতুন আক্রান্তের সংখ্যা রেকর্ড সংখ্যক কম হয়েছে। আক্রান্ত হয়েছে মাত্র ২২ জন। এ নিয়ে টানা চারদিন দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ এর নিচে রয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ১০ হাজার ৬১৩ জন এবং মারা গেছে ২২৯ জন।