করোনাভাইরাস শনাক্তের কিট এল ভারত থেকে
করোনাভাইরাস শনাক্তের ‘আরটি-পিসিআর’ পরীক্ষার কিট পাঠিয়েছে ভারত।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাসের কাছ থেকে তৃতীয় দফায় আসা এই চিকিৎসা সহায়তার চালান গ্রহণ করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানিয়েছে, এই কিটগুলো দিয়ে ৩০ হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায় দেওয়া হয়েছে এই সহায়তা।
হাই কমিশনারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আরটি-পিসিআর শনাক্তকরণ কিটগুলো উৎপাদন করেছে ভারতের ‘মাই ল্যাব ডিসকভারি সলিউশন প্রাইভেট লিমিটেড’। এই কিট ভারতে কোভিড-১৯ শনাক্তকরণে বহুল ব্যবহৃত হচ্ছে।রীভা গাঙ্গুলী বলেন, ”বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে এই শনাক্তকরণ কিট প্রাপ্ত প্রথম অংশীদার দেশ যা এই দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি ভারতের গুরুত্বকে প্রতিফলিত করে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় তাপমাত্রায় সংরক্ষিত অবস্থায় ইন্ডিগোর একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছে কিটগুলো। পরে সেগুলো সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ভারতের ১০ মিলিয়ন ডলার প্রাথমিক সহায়তার মাধ্যমে গঠিত হয় সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল। পরবর্তীতে অন্য দেশের সঙ্গে বাংলাদেশও ওই তহবিলে দেড় মিলিয়ন ডলার দিয়েছে।
এই তহবিলের অধীনে প্রথম দফায় ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার এবং দ্বিতীয় দফায় এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস এসেছিল ভারত থেকে।