করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে দুর্যোগ ঘোষণা
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মহামারীর কারণে ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে দুর্যোগ ঘোষণা করেছে দেশটির ফেডারেল সরকার।
শনিবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ওয়াইওমিং অঙ্গরাজ্যে দুর্যোগ ঘোষণা করার বিষয়টি অনুমোদন করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; এর মাধ্যমে দেশটির প্রত্যেকটি অঙ্গরাজ্য একসঙ্গে ফেডারেল দুর্যোগ ঘোষণার আওতাভুক্ত হয় বলে সিএনএন জানিয়েছে।
করোনাভাইরাসের কারণে হোয়াইট হাউস এই নিয়ে ৫৫টি দুর্যোগ ঘোষণা দিল বলে জানিয়েছে তারা।
এই নিয়ে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলো, পাশাপাশি ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ, নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জ, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, গুয়াম ও পুয়ের্তো রিকোসহ দেশটির সবগুলো অঞ্চল ফেডারেল দুর্যোগ ঘোষণার আওতাভুক্ত হলো।
বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। এখন আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা, উভয়েই যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে রয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যায় অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও দেশটির নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চল মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা অন্তত পাঁচ লাখ ১৪ হাজার ৪১৫ জনে দাঁড়িয়েছে আর মৃতের সংখ্যা সংখ্যা ১৯ হাজার ৮৮২ জন।
একমাত্র ওয়াইওমিং বাদে আর সবগুলো অঙ্গরাজ্য থেকে মৃত্যুর খবর এসেছে। এরমধ্যে প্রায় অর্ধেক মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে।