January 21, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

করোনাভাইরাস মোকাবেলায় ৩৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ খুলনা নৌবাহিনীর

আইএসপিআর
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আজ বুধবার কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনী ঘাঁটি সোলাম সংলগ্ন লবণচরা, রুপসা ব্রীজ ও আশেপাশের এলাকার দুঃস্থ ও অসহায় ৩০০ পরিবার ও মংলা কন্টিনজেন্ট ৩০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। যার মধ্যে চাল, ডাল, তৈল, আলু, লবণ ও ডিম ছিল। এছাড়া নৌ ঘাঁটি তিতুমীরের উদ্যোগে চরেরহাট ও খালিশপুর অঞ্চলে ব্লিচিং পাউডার/ক্লোরিন মিশ্রিত পানি দ্বারা রাস্তা পরিষ্কার করা হয়।
অপরদিকে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্ট নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ অন্যান্য জনসচেতনতামূলক কার্যক্রমে জেলা প্রশাসনকে সহায়তা করে। এছাড়া খুলনা ও মংলা এলাকায় সাধারণ জনগণের মাঝে ভাইরাস প্রতিরোধে কর্মরত ডাক্তার ও ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শনে বিভিন্ন ব্যানার প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *