October 31, 2024
জাতীয়

করোনাভাইরাস মোকাবিলায় বেসরকারি খাত এগিয়ে আসছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক

সরকারের পাশাপাশি বেসরকারি খাতও করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে আসছে। ব্যক্তি পর্যায়েও অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। গতকাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দেওয়া এক পোস্টে এমনটাই জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলাম একসময়, সেই কারখানায় ৫০ হাজারের বেশি মাস্ক তৈরি করেছে। কেমিক্যাল ল্যাব ১ হাজার লিটার হ্যান্ডওয়াশ লিকুইড তৈরি করেছে। এগুলো অব্যাহতভাবে চলবে।’ তিনি লিখেছেন, ‘আমরা গত শুক্রবার ডাক্তার এবং নার্সদের জন্য দুই ধরনের বিশেষ পোশাকের নমুনা তৈরির কাজে হাত দিয়েছি। দোয়া করবেন যেন সফল হই।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেছেন, ‘প্রাথমিকভাবে এসব আমার নির্বাচনি এলাকা এবং রাজশাহীর সরকারি হাসপাতালগুলোতে, সেই সঙ্গে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কর্মচারী যাদের জন সম্পৃক্ততা আছে, তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।’

এছাড়া বিভিন্ন পেশার মানুষ নিজ উদ্যোগে পোশাক, সুরক্ষা গøাস, গøাভস, ফেস শিল্ড, বøু মাস্ক ইত্যাদি চীনসহ অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছেন বলেও জানান তিনি।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *