করোনাভাইরাস: মিয়ানমারে প্রথম মৃত্যু, আক্রান্ত বাড়ছে
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবে প্রথম মৃত্যুর খবর দিয়েছেন মিয়ানমারের কর্মকর্তারা।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইয়াংগনের ওয়েবাগি বিশেষায়িত হাসপাতালে কোভিড-১৯ এর এক রোগীর মৃত্যু হয়, মিয়ানমার সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ছিল ৬৯ বছর, জানিয়েছেন ওই কর্মকর্তা।
“ওই রোগী সকাল ৭টা ২৫ মিনিটে মারা গেছেন,” বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. খিন খিন গেয়ি।
মিয়ানমারের সংবাদপত্র ইরাওয়াদ্দি জানায়, ওই ব্যক্তি নাসিকা গহ্বরের ক্যান্সারের চিকিৎসার জন্য এক মাস অস্ট্রেলিয়ায় ছিলেন। ১৪ মার্চ তিনি দেশে ফিরে এসে ক্যান্সারের শেষ ধাপের নিবিড় পরিচর্যার জন্য ইয়াংগন জেনারেল হাসাপতালে ভর্তি হয়েছিলেন। ২৭ মার্চ তার দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
পরে তাকে ওই বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে সেখানে তীব্র শ্বাসকষ্টে ভূগে তিনি মারা যান।
মিয়ানমারে সোমবার পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত ১৪ জন শনাক্ত হয়েছে, এদের বেশিরভাগই বিদেশফেরত বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কয়েক দশক ধরে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিকে শাসন করা সামরিক জান্তার উদাসীনতায় দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এমনিতেই বেশ দুর্বল।
সীমান্ত বন্ধ হওয়ার আগে প্রতিবেশী থাইল্যান্ডে কাজ করা লাখো অভিবাসী শ্রমিকের দেশে ফেরার পর রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মিয়ানমারে করোনাভাইরাসের ‘বড় ধরনের প্রাদুর্ভাবের’ ঝুঁকিতে আছে বলেও সতর্ক করেছে।