করোনাভাইরাস: মার্কিন বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি চীনের
দ্রুত সংক্রামক নভেল করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতামূলক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে চীন।
নতুন, নিউমোনিয়া সদৃশ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ার মধ্যে বেইজিং এ সিদ্ধান্ত নিলো বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
সোমবার একদিনেই চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন দুই হাজার ৩৪৫ ব্যক্তিকে শনাক্ত করা হয়, এদিন মৃত্যু হয় ৬৪ জনের।
এদিন হোয়াইট হাউস জানায়, উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে গবেষণা ও সংক্রমণ মোকাবেলায় সহযোগিতার অংশ হিসেবে চীন ডব্লিউএইচও’র মিশনের আওতায় মার্কিন গবেষকদের তাদের দেশে যাওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে।
আক্রান্তদের চিকিৎসায় উহানে ১০ দিনে বানানো হাজার শয্যার হাসপাতালটি সোমবার চালু করা হয়েছে। এক হাজার ৬০০ শয্যার অপর একটি হাসপাতালও বুধবার চালু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে নতুন এ করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সতর্কতা জারি করেছে। চীনের বাইরে দুই ডজনের মতো দেশে ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে। ফিলিপিন্স ও হংকংয়ে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যুরও খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সোমবার চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়ার অভিযোগ এনেছে।
ওয়াশিংটন মার্কিন নাগরিকদের চীন থেকে সরিয়ে নেয়ার পাশাপাশি চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এমনটা করছে বলে অভিযোগ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং।
করোনাভাইরাস নিয়ে বৈশ্বিক সতর্কতা জারি করলেও ডব্লিউএইচও বাণিজ্য ও ভ্রমণে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে বলেছিল বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) চীনের এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।