করোনাভাইরাস: ভালেন্সিয়ার খেলোয়াড়-স্টাফদের ৩৫ শতাংশ আক্রান্ত
স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়ার এক-তৃতীয়াংশের বেশি খেলোয়াড় ও স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের মাঝে এখনও কোনো উপসর্গ দেখা যায়নি এবং অন্যদের থেকে তারা আলাদা আছে বলে জানানো হয়েছে।
গত রোববার আর্জেন্টাইন ডিফেন্ডার এসেকিয়েল গারায়সহ তাদের পাঁচ খেলোয়াড় ও স্টাফের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানায় ভালেন্সিয়া। এবার ক্লাবের ৩৫ শতাংশ খেলোয়াড় ও স্টাফের শরীরে কভিড-১৯ ভাইরাসের জীবাণু সংক্রমণের খবর দেয় লা লিগার দলটি।
ইউরোপে ইতালির পর দ্বিতীয় সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত দেশ স্পেন। বিশ্বব্যাপী এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় এক লক্ষ ৮০ হাজার, মারা গেছে ৭ হাজারের বেশি মানুষ।
এদিকে, ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর কোচ জর্জে জেসুসের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
মহামারী রূপ নেওয়া এই রোগের প্রভাবে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে খেলোধুলা আপাতত বন্ধ রাখা হয়েছে।