করোনাভাইরাস: ব্রাজিলে আক্রান্ত তিন লাখ, মৃত্যু ২০ হাজার ছাড়াল
মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
দেশটিতে কোভিড-১৯ এ শনাক্ত আক্রান্তের সংখ্যাও তিন লাখ ১০ হাজার পেরিয়ে গেছে বলে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে।
প্রাণঘাতী ভাইরাসটি শনাক্তে পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় ব্রাজিলে আক্রান্ত-মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পরে বলে অনুমান করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সংক্রমণ সর্বোচ্চ শিখরে পৌঁছাতে আরও অন্তত কয়েক সপ্তাহ লাগতে পারে। মৃত্যুর সংখ্যায় দেশটি শিগগিরই স্পেন, ইতালি, ফ্রান্সকে ছাড়িয়ে যাবে বলেও আশঙ্কা তাদের।
আক্রান্ত-মৃত্যুর এমন উল্লম্ফনের মধ্যেও দক্ষিণ আমেরিকার এ দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো বিধিনিষেধ শিথিলে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের প্রতি ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে যাচ্ছেন।
সমালোচকদের ভাষ্য, অর্থনীতি সচলের দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে প্রেসিডেন্ট সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিকে অবজ্ঞা করছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা উপেক্ষা করে ডানপন্থি এ প্রেসিডেন্ট করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়া রোগে ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারে চিকিৎসকদের উপর চাপও বাড়াচ্ছেন।
ব্রাজিলের পাশাপাশি পেরু, চিলিসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোতেও কোভিড-১৯ এ আক্রান্ত-মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে।
এ কারণে যুক্তরাষ্ট্রের পর এ অঞ্চলই ভাইরাস প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র হতে যাচ্ছে বলে অনেকে আশঙ্কা করছেন।