করোনাভাইরাস: বিশ্বে শনাক্ত রোগী ৪ কোটি ছাড়াল
উত্তর গোলার্ধে শীতের সূত্রপাতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ফের বৃদ্ধির মধ্যেই বিশ্বজুড়ে রোগীর সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে।
সোমবার বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগীর সংখ্যা এই দুঃখজনক মাইলফলক পার হয় বলে জানাচ্ছে রয়টার্সে টালি। প্রত্যেকটি দেশের সরকারি তথ্যের ভিত্তিতে রয়টার্সের এই টালি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
বিশেষজ্ঞদের বিশ্বাস, কোভিড-১৯ এ আক্রান্তের ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হবে; এক্ষেত্রে কিছু দেশের পরীক্ষার ঘাটতি ও প্রকৃত রোগীর সংখ্যা কম করে দেখানোর প্রবণতার কথা উল্লেখ করেছেন তারা।
রয়টার্সের তথ্যে দেখা গেছে, মহামারী ছড়িয়ে পড়ার গতি ক্রমেই বাড়ছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ কোটি থেকে ৪ কোটিতে পৌঁছতে মাত্র ৩২ দিন সময় লেগেছে, যেখানে ২ কোটি থেকে ৩ কোটি পৌঁছতে লেগেছিল ৩৮ দিন আর ১ কোটি থেকে ২ কোটিতে পৌঁছতে লেগেছিল ৪৪ দিন।
জানুয়ারির প্রথমদিকে চীনের উহানে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্তের পর থেকে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ কোটিতে পৌঁছতে তিন মাস সময় নিয়েছিল।