করোনাভাইরাস: বিশ্বকাপ বাছাই স্থগিত
করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ বাছাই স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ৩০ জুনের মধ্যে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, সেগুলো বৃহস্পতিবার স্থগিতের ঘোষণা দেয় আইসিসি।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলি ও বছরের বাকি ইভেন্টগুলো কিভাবে হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের বিশ্বকাপ দুটি ইভেন্টেরই স্বাগতিক দেশ ভারত।
আইসিসির এই সিদ্ধান্তে আটটি ইভেন্ট স্থগিত হয়ে গেল।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় হয়ে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই দেশে আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
পুরুষ বিশ্বকাপের ট্রফি সফর শুরু হওয়ার কথা ছিল আগামী মাসে, তাও স্থগিত করা হয়েছে।