October 31, 2024
আঞ্চলিক

করোনাভাইরাস: বটিয়াঘাটায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, লিফলেট বিতরণ

বটিয়াঘাটা প্রতিনিধি

বিশ্বব্যাপী মহাসংক্রামক করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত কয়েকদিন যাবৎ লিফলেট বিতরণ, মাইকিং, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সহ সার্বিক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুমসহ মনিটরিং সেল খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নের সাপ্তাহিক হাট বাজারে গণজমায়েত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বিদেশ থেকে যারা দেশে ফিরে এলাকায় অবস্থান করছে তাদেরকে নিরাপদে ঘরে অবস্থান করার নির্দেশ প্রদান করেছে। শুধু তাই নয় বিদেশ থেকে যারা দেশে ফিরেছে তাদের বাড়ীতে লাল পতাকা উত্তোলন করে দেওয়া হয়েছে। চায়ের দোকান সহ আড্ডা হয় এমন দোকানগুলোতে আড্ডা কিম্বা গণজমায়েত বন্ধ করতে স্টলের টেবিল, চেয়ার ও বেঞ্চ অন্যত্র সরিয়ে দেওযা হয়েছে। বিভিন্ন অফিস পাড়ায় হাত ধোয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। অসাধু ব্যবস্যায়ীরা এ সুযোগে যাতে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সে লক্ষ্যে মূল্য নির্ধারণ করে দোকানে চার্ট টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও  সংক্রামক যাতে না বিস্তার ঘটে সে লক্ষ্যে জরুরী প্রয়োজন ছাড়া সকলকে লগইন করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সেনাবাহিনীর একটি টিম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সাথে প্রাথমিক গোল বৈঠক করেছেন। সকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান সাকিবের নেতৃত্বে ১০০ সদস্যের ৩ প্লাটুন সেনা সদস্য করোনা ভাইরাস ও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন মোকাবেলায় মাঠে নামছে। আজ বুধবার অফিস কার্যদিবস শেষে আগামী চৌঠা এপ্রিল পর্যন্ত সকল সরকারী বেসরকারী অফিস আদালত বন্ধ হচ্ছে। সব মিলিয়ে পূর্ণ লগইন এর দিনের দিন কাছিয়ে আসায় পূর্বের তুলনায় নানান উদ্বেগ আর উৎকন্ঠার মাত্রা বাড়ছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নিয়ম মেনে চলা ও আতঙ্কিত না হওয়ার আহব্বান জানিয়েছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *