October 30, 2024
আঞ্চলিকলেটেস্ট

করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা জোরদার হচ্ছে

জেলায় কোয়ারেন্টাইনে ৩০ জন 

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত ১

 

দ. প্রতিবেদক

খুলনা জেলায় ৩০ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে করোনাভাইরাস সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় এসকল তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এর আগে দুপুরে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ জানান, এখন পর্যন্ত খুলনা জেলায় ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে দাকোপে ১১ জন, বটিয়াঘাটায় ১ জন, তেরখাদায় ৬ জন, দিঘলিয়ায় ২ জন, ডুমুরিয়ায় ২ জন, পাইকগাছায় ১ জন, কয়রায় ৪ জন, খুলনা সদরে ৩ জন।

এদিকে জেলা কমিটির জরুরী সভায় জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় হোম কোয়ারেনটাইন (সন্দেহভাজনদের পৃথক করে রাখা) জোরদার করা হচ্ছে। বিদেশে ফেরত ব্যক্তিদের কার্যকর হোম কোয়ারেনটাইন নিশ্চিত করতে না পারলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

সভায় আরও জানানো হয়, কোয়ারেনটাইনের নিদের্শনাপ্রাপ্ত ব্যক্তি জনবহুল স্থানে বিচরণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাড়িতে কোয়ারেনটাইনের কার্যকর ব্যবস্থা না থাকলে সরকারিভাবে স্থাপিত কোয়ারেনটাইন স্থাপনায় আশ্রয় নিতে হবে। সকল ব্যবস্থার সঠিক প্রতিপালন নিশ্চিতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করে কার্যক্রম পরিচালনা করা হবে। হোম কোয়ারেনটাইন ব্যবস্থা কার্যকরভাবে প্রতিপালনের বিষয়টি এই কমিটি প্রতিদিন দুইবার করে পর্যবেক্ষণ করবে। এ ব্যবস্থা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও শিক্ষকদের সহায়তা চাওয়া হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া করোনাভাইরাস মোকাবেলা সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভায় খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরা সুলতানাসহ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *