December 23, 2024
জাতীয়

করোনাভাইরাস: নয় জেলায় ২১ জনের জরিমানা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কোয়ারেন্টিনে না থাকায় নয় জেলায় ২১ বিদশফেরতকে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে তিনজন, গোপালগঞ্জে দুইজন, ঝালকাঠিতে তিনজন, নওগাঁয় তিনজন, বরগুনায় একজন, জামালপুরে একজন, মানিকগঞ্জে দুইজন, মুন্সীগঞ্জে পাঁচজন ও ময়মনসিংহে একজনকে জরিমানা করা হয়।

ময়মনসিংহের প্রবাসীকে জরিমানার পাশাপাশি কারাদÐও দেওয়া হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জে প্রবাসীকে কোয়ারেন্টিন থেকে বাইরের পাঠানোর অভিযোগে তার বাবাকে কারাদÐ দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করায় বিদেশফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। এই আদেশ অমান্য করায় গত কয়েকদিনে বিভিন্ন জেলায় জরিমানা করা হয়েছে অনেক প্রবাসীকে।

চাঁদপুর : হাজীগঞ্জ উপজেলায় তিন বিদেশফেরতকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া।

ইউএনও জানান, উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের ইতালি ও সৌদি আরব থেকে আসা দুই যুবক এবং বড়কূল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কূল গ্রামের যুক্তরাষ্ট্র থেকে আসা এক যুবককে জরিমানা করা হয়।তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে তিনি জানান।

চাঁদপুরের সিভিল সার্জন মো. শাখাওয়াত উল্ল্যাহ জানান, বর্তমানে চাঁদপুরে বিভিন্ন দেশ থেকে আসা ১৭১ জন হোম কোয়ারেন্টিনে এবং একজন নারী আইসোলেশনে রয়েছেন। তবে চাঁদপুরে করোনাভাইরাস সংক্রমিত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি বলে তিনি জানান।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে দুই প্রবাসীকে জরিমানা করেছে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও সাব্বির আহমেদ জানান, স¤প্রতি বিদেশ থেকে ফেরেন কয়েকজন প্রবাসী। কিন্তু তারা হোম কোয়ারইন্টনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। তাই ওই দুই প্রবাসীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝালকাঠি : রাজাপুর উপজেলায় নেদারল্যান্ড, কাতার ও ওমানফেরত তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়েছে। গালুয়া, সত্যনগর ও বাগড়ি গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার।

ইউএনও সোহাগ হাওলাদার বলেন, হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করে জনসমাগম এলাকায় ঘোরাঘুরি করায় ওমানফেরত একজনকে পাঁচ হাজার টাকা, কাতারফেরত একজনকে ১০ হাজার টাকা এবং হল্যান্ডফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নওগাঁ : পতœীতলায় তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকারের ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও লিটন সরকার জানান, হোম কোয়ারেন্টিন নিয়ম অমান্য করে লোকালয়ে চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতে নজিপুর পৌরসভা সদর বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় ভারতফেরত একজনের ৫ হাজার টাকা, নজিপুর বাসস্ট্যান্ডে আরেক ভারতফেরতের ১৫ হাজার টাকা এবং বাদজাম গ্রামে একজনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরগুনা : বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের ইতালি প্রবাসী এক যুবককে (৩৮) ১৫ হাজার টাকা জরিমানা করেছে বামনার ইউএনও সাবরিনা সুলতানার ভ্রাম্যমাণ আদালত। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ইতালি থেকে আসার পরে ওই যুবককে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি পরামর্শ উপেক্ষা করে বাজারে ঘোরাফেরা করতে থাকেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে আবার তাকে সতর্ক করা হয়েছে।

জামালপুর : মেলান্দহ উপজেলার ইন্দ্রবাড়ি গ্রামের সৌদি আরবফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামীন জানান, সৌদি আরবফেরত ওই ব্যক্তি কোয়ারেন্টিন নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়; পরে মেলান্দহ মির্জা আজম অডিটরিয়ামে স্থাপিত আইসোলশনে রাখা হয়েছে। সেখানে ১৪ দিন থাকবেন।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভায় দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও ইকবাল হোসেন বলেন, গত ১০ মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে ওই যুবক (৩৮) বাড়ি আসেন। সরকারি নির্দেশনা অমান্য করে তিনি হোম কোয়ারেন্টিনের নিয়ম উপেক্ষা করে বাড়ির বাইরে ঘোরাফেরা করেছেন। খবর পেয়ে বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে ১০ হাজার টাকা অর্থদÐ করা হয়।

ইউএনও আরও জানান, মানিকগঞ্জ পৌরসভার বড় শুরুন্ডি গ্রামে লেবানন থেকে আসা এক নারীকে (৩৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পাঁচ প্রবাসীকে ৩৫ হাজার টাকা জরিমানা ও আরেক প্রবাসীর বাবাকে এক মাসের কারাদÐ দিয়েছে স্থানীয় প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, গত সপ্তাহে সিঙ্গাপুরফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তিকে তার বাবা ব্যবসার কাজে নারায়ণগঞ্জে পাঠান। পরে তাদের বাড়ি গিয়ে ভ্রাম্যমাণ আদালত বাবাকে এক মাসের কারাদÐ দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর জানান, কয়েকদিন আগে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত ফেরত দুই প্রবাসী কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে মুন্সীগঞ্জ পাসপোর্ট অফিসে আসেন। পাসপোর্ট অফিসার জেলা প্রশাসনকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সিঙ্গাপুরফেরত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা ও সংযুক্ত আরব আমিরাতফেরত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, সিরাজদিখানের ইউএনও আশফিকুন নাহার জানান, হোম কোয়ারেন্টিন ভঙ্গ করায় মালখানগরের ইতালিপ্রবাসী এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

টংগিবাড়ী ইউএনও হাসিনা আক্তার জানান, পাইকপাড়ার ইরাকফেরত এক নারীকে পাঁচ হাজার টাকা ও একই গ্রামের সৌদি আরবফেরত যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ময়মনসিংহ : সরকারি নির্দেশনা না মানায় মুক্তাগাছায় মালয়েশিয়াফেরত এক ব্যক্তিকে জরিমানাসহ কারাদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার এ সাজা দেন।

ইউএনও সুবর্ণা সরকার বলেন, কাতলাসেন গ্রামের ওই ব্যক্তি গত ১২ মার্চ মালেশিয়া থেকে বাড়ি আসেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তাকে বারবার বলার পরও তিনি হোম কোয়ারেন্টিনে না গিয়ে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে থাকেন। বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিচার করা হয়। ওই প্রবাসীকে আট দিনের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনদিনের কারাদÐ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *