করোনাভাইরাস নিয়ে তর্কের জেরে সংঘর্ষে রাজবাড়ীতে একজন নিহত
নভেল করোনাভাইরাস নিয়ে তর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাজবাড়ীতে একজন নিহত হয়েছেন।
শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে বলে রাজবাড়ীর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন।
নিহত লাবলু মোল্লা (৪৮) পেশায় কৃষক। ওই গ্রামের আকিল মোল্লার ছেলে তিনি।
করোনাভাইরাস অতিমাত্রায় ছোঁয়াচে হওয়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে যে কেউ আক্রান্ত হতে পারেন। ইতোমধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে প্রায় সব বিনোদনকেন্দ্র, জাদুঘর ইত্যাদি। সারাদেশে সব প্রেক্ষাগৃহ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ হয়ে গেছে। কোনো ধরনের জনসমাগম না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ নিয়ে গত বুধবার ভবদিয়া এলাকায় এক চায়ের দোকানে আড্ডায় স্থানীয়দের মধ্যে তর্ক বাধে।
এলাকাবাসী জানান, সেই তর্কের জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় লাবলুসহ কয়েজন আহত হন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলেও লাবলু মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি স্বপন বলেন, করোনাভাইরাস নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।