করোনাভাইরাস নিয়ে চলচ্চিত্র
কানাডাতে প্রতিদিনই বেড়ে চলছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরে সংখ্যা।
এর মাঝেই প্রকাশ পেল কানাডার চিত্রপরিচালক মুস্তাফা কেশভরির ‘করোনা’ ছবির ট্রেলার।
সিনেমাটির দৈর্ঘ্য ৬৩ মিনিট। এবং এই গল্পটি এগিয়ে গেছে লিফটে আটকা পড়া সাত জন মানুষকে কেন্দ্র করে।
ট্রেইলার শুরু হয় লিফটে থাকা এক চীনা নারীর কাশি দিয়ে। পরে জানা যায় তিনি করোনাভাইরাসের শিকার।
লিফটে শুরু হয় আতঙ্ক। একজন জার্মান নাগরিক তখন তার বন্দুক বের করে ফেলেন।
সবাই চিৎকার করতে থাকে- ‘আমরা কী তবে মরে যাবো?”
চীনে করোনাভাইরাসের দাপটের সময়েই সিনেমাটির কাজ শুরু করেন পরিচালক।
ছবির ট্যাগলাইনে রয়েছে ‘ফিয়ার ইস অ্যা ভাইরাস’।
সিনেমাটির মুক্তি পাওয়া নিয়ে মুস্তাফা কেশভরি বলেন, ” ‘করোনা’ ছবিটি মূলত ভয় ও আতঙ্কের হলেও নানান সামাজিক টানাপোড়েন, মানুষ ও সামাজিক বৈষম্য, চাওয়া-পাওয়ার কথাও প্রতিফলিত হবে এ ছবিতে।
এই ভাইরাস চীনে আঘাত করলেও এখন সারা বিশ্বের আতঙ্ক এটি। ফলে এটি আর এখন শুধু একটি জাতি বা দেশের সমস্যা নয়।”
তিনি আরও বলেন, “ভাইরাসটি ধর্ম-বর্ণ- দেশ-বেশ দেখে আক্রান্ত করেনি। তাই এর বিরুদ্ধে লড়াইটাও বৈশ্বয়িক। কারও একার নয়।”
তিনি আরো জানান, যে ছবিটি স্বল্প খরচে ডিজিটাল ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে তৈরি হয়েছে।
সুত্র: www.news18.com