করোনাভাইরাস: চীনের বিরুদ্ধে মামলা মিজৌরির
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর জন্য চীনের কর্মকর্তাদের দায়ী করা উচিত অভিযোগ করে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্য।
অঙ্গরাজ্যটির রিপাবলিকান দলীয় অ্যাটর্নি জেনারেল এরিক স্মিট ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছেন, জানিয়েছে গার্ডিয়ান।
মামলার আর্জিতে বলা হয়েছে, “বিশ্বজুড়ে প্রচুর মৃত্যু, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতির জন্য চীনের কর্মকর্তারা দায়ী, যার শিকার মিজৌরিয়ানরাও হয়েছে।”
লিখিত এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল স্মিট বলেছেন, চীন সরকার ভাইরাসটির বিপদ সম্পর্কে মিথ্যা কথা বলেছে এবং এর বিস্তারের গতি কমাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, “হুইসেলব্লোয়ারদের থামিয়ে দিয়ে কোভিড-১৯ এর সংক্রামক প্রকৃতি ও বিপদ সম্পর্কে বিশ্বকে মিথ্যা বলেছে চীন সরকার এবং ভাইরাসটির বিস্তার থামাতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এসব কর্মকাণ্ডের কারণে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত।”
এই মামলা খুব বেশি বা কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছে গার্ডিয়ান।
এ বিষয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হেস্টিংস আইন কলেজের আন্তর্জাতিক আইনের অধ্যাপক চিমেন কাইটনার জানান, কিছু ব্যতিক্রম বাদে যুক্তরাষ্ট্রের আইন সাধারণত অন্য দেশের বিরুদ্ধে মামলায় বাধা দেয়।
“আইনি সমস্যাটি হল, এটি ঠিক সম্ভব নয়,” বলেন কাইটনার; যিনি সম্প্রতি ‘করোনাভাইরাসের জন্য মামলা করে চীনকে বিরক্ত করবেন না’ শীর্ষক একটি ব্লগ লিখেছেন।
চলতি বছর পুনর্নির্বাচনের জন্য দাঁড়ানো রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলের দায়ের করা এই মামলাকে ‘লোক দেখানো পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন মিজৌরি ডেমোক্রেটিক পার্টির নির্বাহী পরিচালক লরেন গেপফোর্ড।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার কোভিড-১৯ এ মিজৌরিতে আরও ১৬ জনের মৃত্যু হওয়ায় অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা ২১৫ জনে দাঁড়িয়েছে আর এখানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৬৩ জন।