করোনাভাইরাস: চীনের বাইরে মৃতের সংখ্যায় শীর্ষে ইরান
নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাবে উৎসস্থল চীনের বাইরে অন্যান্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে ইরানে।
চীনের বাইরে প্রাদুর্ভাব ছড়ানোর নতুন কেন্দ্র হয়ে ওঠা দুটি দেশের মধ্যে ইরান একটি, অন্য দেশটি ইতালি।
ইরান থেকে মধ্যপ্রাচ্যের ১০টিরও বেশি দেশে ভাইরাসটি ছড়িয়েছে বলে খবর। অপরদিকে উত্তর ইতালি থেকে ইউরোপের বেশ কয়েকটি দেশসহ দক্ষিণ আমেরিকা মহাদেশেও ভাইরাসটি ছড়িয়েছে।
চীনের বাইরে ভাইরাসটিতে আক্রান্তে সংখ্যা দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি হলেও মৃত্যু বেশি ইরানে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে জানিয়েছেন, নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৭৮ এবং মৃতের সংখ্যা ৫৪ জনে দাড়িয়েছে।
দক্ষিণ কোরিয়ায় আক্রান্তে সংখ্যা ৪ হাজার ২১২ হলেও মৃতের সংখ্যা ২৬। ইরানের চেয়ে ইতালিতেও আক্রান্তের সংখ্যা বেশি, ১৬৯৪ জন; কিন্তু মৃতের সংখ্যা ৩৪।
জাহানপুর বলেন, “গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, এতে আক্রান্তের মোট সংখ্যা ৯৭৮ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ৫৪।”
ইরানিদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো ও বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।
এ পরিস্থিতিতে বেশ কয়েকটি প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে, বেশ কয়েকটি দেশ বিমান যোগাযোগও বন্ধ রেখেছে।
রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করতে একসঙ্গে প্রায় তিন লাখ টিম নামাচ্ছে ইরান, মঙ্গলবার থেকে কাজ শুরু করবে তারা।
অ্যান্টার্কটিকা মহাদেশ ছড়া সবগুলো মহাদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে ও মৃতের সংখ্যা ৩০৪১ জনে দাঁড়িয়েছে।