November 24, 2024
আঞ্চলিকলেটেস্ট

করোনাভাইরাস-আম্ফানের মতো দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ. প্রতিবেদক

মহামারী করোনা বা ঘূর্ণিঝড় আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগকালে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক মতবিনিময় সভা গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ। সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। খুলনা প্রেসক্লাব এই মতবিনিময় সভাটি আয়োজনে সহযোগিতা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্যোগের সময় মতাদর্শ ভুলে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণমাধ্যমকর্মীদের মূল ভূমিকা হওয়া উচিত। সংবাদকর্মীরা তাদের কলমের মাধ্যমে যেমন জনগণকে সচেতন করে তুলতে পারে তেমনিভাবে বাধঁ নির্মাণ বা ত্রাণ বিতরণে কোন অনিয়ম হলে সেগুলোর গঠণমূলক সমালোচনা করে উন্নয়নকে টেকসই করতে সহায়ক ভূমিকা পালন করে।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশে^ রোল মডেল। একসময় প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক প্রাণহানি হলেও বর্তমানে তা অনেক কম। এর মূল কারণ জনসচেতনতা। ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগের পুর্বাভাস পাওয়ার সাথে সাথে গণমাধ্যমে প্রচার শুরু হয়। ফলে জনসাধারণ আগে থেকেই জানতে পারে এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারে।

এসময় সংবাদকর্মীরা দুর্যোগকালে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যাপ্ত তথ্য দিয়ে গণমাধ্যমকে সহায়তা করার জন্য সরকার তথা স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে খুলনার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন সাংবাদিকসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন। ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *