করোনাভাইরাস: অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড সিরিজ স্থগিত
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নিউ জিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বাকি দুই ওয়ানডে ম্যাচ স্থগিত হয়ে গেছে। পিছিয়ে দেওয়া হয়েছে এ মাসের শেষে নিউ জিল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।
নিউ জিল্যান্ড সরকার জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে যারা দেশে ফিরবেন তাদের বাধ্যতামূলক ১৪ দিন স্বেচ্ছায় অন্যদের থেকে নিজেদের আলাদা করে রাখতে হবে। রোববার মাঝরাত থেকে কার্যকর হবে এই নিয়ম। তাই নিউ জিল্যান্ড দলের বেশিরভাগ খেলোয়াড়কে শনিবার সন্ধ্যায় সিডনি ছাড়ার ব্যবস্থা করছে টিম ম্যানেজমেন্ট।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার অস্ট্রেলিয়ার ৭১ রানে জেতা প্রথম ওয়ানডে হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচও একইভাবে হওয়ার কথা ছিল।
নিউ জিল্যান্ড পেসার লকি ফার্গুসনকে তার সতীর্থদের থেকে আলাদা করে রাখা হয়েছে। গলা ব্যথা থাকায় তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। রিপোর্ট অবশ্য এখনও আসেনি।
আগের দিন ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর ও ভারতে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড সিরিজই শুধু চলমান ছিল। এবার সেটিও স্থগিত হয়ে গেল।