November 23, 2024
আন্তর্জাতিক

করোনাভাইরাসে ভারতে তৃতীয় মৃত্যু

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৬৪ বছর বয়সী এক পুরুষ রোগীর মৃত্যুর মধ্য দিয়ে ভারতে কভিড-১৯ এ মৃতের সংখ্যা তিন জনে দাঁড়িয়েছে। তবে পাকিস্তানে মারা যাওয়া রোগী করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ভারতীয় রোগী, জানিয়েছে এনডিটিভি। চীন থেকে ছড়িয়ে পড়া অত্যন্ত সংক্রামণ এ রোগে এর আগে দেশটিতে আরও দুই জনের মৃত্যু হয়। গত সপ্তাহে রাজধানী দিল্লিতে মারা যান ৬৮ বছর বয়সী এক নারী এবং কর্নাটকে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ।

ভারতে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৬ জন হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র রাজ্যে। এখানে আক্রান্তের সংখ্যা ৩৯ জনে পৌঁছেছে ও একজনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যা বাড়ার মুখে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ায় ভারতের কেন্দ্রীয় সরকার সোমবার দেশজুড়ে স্কুল, কলেজ, ব্যায়ামাগার ও সুইমিং পুল বন্ধ ঘোষণা করেছে। লোকজনকে জরুরি নয় এমন ভ্রমণ এড়িয়ে চলতে ও বেসরকারি কোম্পানিগুলোর কর্মীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দিয়েছে সরকার।

ওদিকে পাকিস্তানে মঙ্গলবার ইরান থেকে ফেরা এক রোগীকে অত্যন্ত সংকটজনক অবস্থায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা এবং তার মৃত্যুর খবর জানান পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ।

করোনাভাইরাসের সংক্রমণ সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য নতুন করে খোলা এক ওয়েব পোর্টালে মন্ত্রণালয়টি এ মৃত্যুর কথা ঘোষণা করে।করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। যদিও ডনের প্রতিবেদনে পাঞ্জাবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কায়সার শরিফের বরাত দিয়ে জানানো হয়, সোমবার রাতে লাহোরের মায়ো হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া ওই রোগীর করোনাভাইরাস পরীক্ষা করা হলেও পরীক্ষার প্রতিবেদন মঙ্গলবার বিকালে হাতে আসার কথা, তার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছে।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন ডনকে তার পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা করা কথা জানিয়ে বলেছিলেন। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর ওই রোগী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা গণমাধ্যমকে জানানো হবে।

এরপরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এক টুইটে জানালেন, তারা পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন।করনাভাইরাসের কারণে লাহোরের মায়ো হাসপাতালের ওই রোগীর মৃত্যু হয়নি। পাকিস্তানে এ পর্যন্ত ৯৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে দুই জন রোগমুক্ত হয়েছেন বলে ডন জানিয়েছে।

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিস্তার ঠেকানোর চেষ্টায় উপমহাদেশের আরেক দেশ শ্রীলঙ্কা বুধবার থেকে দেশটিতে গমনকারী সব ফ্লাইটের ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে শ্রীলঙ্কার পথে রওনা হওয়া যেসব ফ্লাইট আকাশপথে আছে তাদের ল্যান্ড করার অনুমতি দিয়ে যাত্রীদের নামার সুযোগ দেওয়া হবে বলে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের মুখপাত্র মোহন সমরনায়েকে মঙ্গলবার জানিয়েছেন।

বিশ্বের ১৬১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরানের প্রাদুর্ভাবে এ পর্যন্ত এক লাখ ৮২ হাজার ৯৮৬ জন আক্রান্ত ও ৭১৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *