করোনাভাইরাসে পোশাক শিল্প মালিকের মৃত্যু
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন তৈরি পোশাক শিল্প মালিক।
বৃহস্পতিবার বিকালে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
কুয়েত মৈত্রী হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ষাটোর্ধ্ব ওই ব্যবসায়ী নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
“তার শারীরিক অবস্থা খারাপ ছিল। ওজন ছিল ১০৪ কেজি। হার্টের প্রবলেম ছিল। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ আরও কিছু জটিলতায় ভুগছিলেন তিনি।”
কীভাবে তার দেহে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছিল, তা জানা যায়নি।
এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএও।
বিজিএমইএ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে, প্রয়াতের জানাজা এবং দাফন সরকারি নিয়ম অনুযায়ী হবে।
বাংলাদেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ হওয়ার পর এখন পর্যন্ত ২১ জন মারা গেছে বলে জানিয়েছে আইইডিসিআর।
আইইডিসিআরের এ হিসাবে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা।