January 21, 2025
করোনাজাতীয়লেটেস্ট

করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত দেশে মোট ৮৮জন আক্রান্ত শনাক্ত। আক্রান্তদের মধ্যে আরও ৩জন সুস্থ হওয়ায় মোট ৩৩জন সুস্থ হয়েছেন

গত ২৪ ঘণ্টায় (৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা) দেশে একজনের মৃত্যু ও নতুন করে আরও ১৮জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতথ্য জানান।

এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩জন সুস্থ হওয়ায় মোট ৩৩জন সুস্থ হয়েছেন বলেও জানানো হয়েছে।

পরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮জনকে শনাক্ত করা হয়েছে।

রাজধানীর বাসাবো এলাকায় ৯, টোলারবাগে ১১ ও নারায়ণগঞ্জে ১১জন আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭০ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৮ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *