করোনাভাইরাসে জাম্বিয়ায় বাংলাদেশির মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ জাম্বিয়ায় প্রথম যে কভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেছে, তিনি একজন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির সরকার।
গত ২০ মার্চ ওই ব্যক্তির মৃত্যু ঘটে, নমুনা পরীক্ষার পর সোমবার তার ফলাফলে নভেল করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে বলে জানিয়েছে জাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সত্তোরর্ ওই ব্যক্তি গত ১৩ মার্চ সেনেগাল থেকে জাম্বিয়ায় গিয়েছিলেন।
জাম্বিয়ায় এসে অসুস্থ হয়ে পড়লে তাকে বানজুলের একটি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু ঘটে।
ওই রোগীর কভিড-১৯ রোগের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় জাম্বিয়ার মেডিকেল রিসার্চ কাউন্সিলে। সোমবার তারা পরীক্ষার ফলাফল দেয়।
ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি জাম্বিয়া; তবে তিনি ইমাম ছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
বিশ্বে মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে, মারা গেছেন ১৫ হাজারের বেশি মানুষ।
জাম্বিয়ায় তিনজন কভিড-১৯ রোগী ধরা পড়েছে। বাংলাদেশে সংক্রমণ ধরা পড়েছে ৩৩ জনে, মারা গেছেন তিনজন।