করোনাভাইরাসে ইউরোপে মৃত্যুও লক্ষ ছাড়িয়েছে
কোভিড-১৯ রোগে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে, মৃতের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে শুধু ইউরোপেই।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, রোববার রাত নাগাদ রাশিয়া বাদেই ইউরোপে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১৬।
সেই সময় পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৩২। বিশ্বে আক্রান্ত ২৩ লাখ ৫৫ হাজার জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪ হাজার জন।
গত বছরের ডিসেম্বর চীনের উহানে নতুন এই করোনাভাইরাস সংক্রমণের পর পরে মহামারীর কেন্দ্রে পরিণত হয় ইউরোপ।
ইউরোপের সবচেয়ে বেশি বিপর্যস্ত দুই দেশে ইতালি ও স্পেন এখন মৃতের সংখ্যায় উপরের কাতারেই রয়েছে।
ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৩ জন, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে পৌনে ২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, এই সংখ্যাও বিশ্বে তৃতীয় বৃহত্তম।
মৃতের সংখ্যায় ইতালির এক ধাপ নিচে হলেও আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৯৫ হাজারের মধ্যে ২০ হাজার ৪৫৩ জনের মৃত্যু ঘটেছে।
মৃতের সংখ্যায় বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স; দেশটিতে ১৯ হাজার ৩২৩ জনের মৃত্যু ঘটেছে: আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার, এক্ষেত্রে দেশটি বিশ্বে চতুর্থ।
ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাকর্মীদের চোখে অবসাদ আর উদ্বেগের ছাপ। ছবি: রয়টার্স
ফ্রান্সের একধাপ নিচে থাকা যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২১ হাজার।
আক্রান্তের সংখ্যায় জার্মানি বিশ্বে পঞ্চম হলেও মৃতের সংখ্যায় দেশটি বিশ্বে অষ্টম স্থানে। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার, মারা গেছে ৪ হাজার ৫৪৭ জন।
কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষ ১০টি দেশের সাতটিই ইউরোপের। এর মধ্যে বেলজিয়ামে সাড়ে ৫ হাজার এবং নেদারল্যান্ডসে সাড়ে ৩ হাজার মানুষে মারা গেছে।
আক্রান্তের সংখ্যায়ও শীর্ষ ১০টি দেশের মধ্যে সাতটিই ইউরোপের। এ্র মধ্যে দশম স্থানে রয়েছে রাশিয়া, যেখানে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮০০।
তবে ইউরোপে পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন যে সংখ্যক মৃত্যু ঘটেছে, সে বৃদ্ধির হার গত দুই সপ্তাহে সবচেয়ে কম।
নেদারল্যান্ডসে গত তিন সপ্তাহে সবচেয়ে কম রোগীর মৃত্যু ঘটেছে গত ২৪ ঘণ্টায়। রোববার নতুন মৃত্যু ঘটেছে ৮৩টি।
স্পেনে গত এক দিনে ৪১০ জনের মৃত্যু ঘটলেও এই সংখ্যাটি গত এক মাসে সবচেয়ে কম।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তবে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা তুলনামূলক অনেক কম। দেশটিতে এই পর্যন্ত ৩৬১ জনের মৃত্যু ঘটেছে করোনাভাইরাসে।