January 19, 2025
বিনোদন জগৎ

করোনাভাইরাসে আক্রান্ত রণবীর কাপুর

ভারতে বেড়েছে করোনা সংক্রমনের হার। দিল্লি-মুম্বাইসহ বেশ কয়েকটি শহরে গত মাসের তুলনায় চলতি মাসে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের শুরুতে বলিউড পাড়ায় বেশ অনেকের করোনা সংক্রমণের খবর পাওয়া যায়।

এরপর মাঝে কিছুটা সময় আতঙ্ক কেটে গিয়েছিলো। তবে আবার সেই আতঙ্ক ছড়িয়ে পড়লো বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়।

রণবীরের করোনা সংক্রমণের খবরটি বলিউড হাঙ্গামাকে নিশ্চিত করেছেন তার চাচা রণধীর কাপুর।

বছরের শুরু থেকেই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন বলিউডের এই চকলেট বয়। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে তিনি এখন বিশ্রামে। চলছে চিকিৎসাও। তবে কয়েকদিনেও রণবীরের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন আসেনি।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘জুগ জুগ জিও’ সিনেমার শুটিং সেটে করোনা সংক্রমিত হয় রণবীরের মা নীতু কাপুরের শরীরে। এরপর থেকেই আইসোলেশনে ছিলো রণবীরের পুরো পরিবার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *